দাম্পত্য

মৌসুমী মণ্ডল দেবনাথ

ভুলের সুগন্ধি শিশি, অবুঝ হাতের থেকে পড়ে যায়
আমাদের à¦®à§‚à¦•à¦¾à¦­à¦¿à¦¨à§Ÿà§‡à °
দিন রাত্রি ভাঙে এই নক্ষত্রখচঠ¿à¦¤ রাতে নাট্যশালায়

আরেকটি বিশুদ্ধ নাটক, চাওয়া – পাওয়ার ঐকান্তিক।
উদ্যত স্মৃতির দিকে সুতীক্ষ্ণ তীর

গাঙুরের ঘোলা স্রোতে ভেসে যাই রূপচাঁদ মাছ
চিৎকারে খান খান হয়ে ভেঙে পড়ে চাঁদ
লুটিয়ে পড়েছি যেই শেষ বন্যতায়
তাকিও আমার দিকে, বন্ধ কোরো রাতের জানালা

এই তমসায় মেঘে বৃষ্টি নেই
জ্বলে যাক à¦ªà§à¦°à§‡à¦•à§à¦·à¦¾à¦—à ƒà¦¹, সিন্ধুর তীরে ফিরে আসি।
ঘাসবনে প্রজাপতি সঙ্গীহীন, বল্মীক স্তুপের মত আমাদের সমস্ত বিষাদ
যেন কোনও ব্রোথেলের গোপন ড্রয়ার

দুঃখী ফল্গুর ধারা চলে গেছে সমুদ্র সন্ধানে,
এসো আজ চুম্বনে নামাই অঝোর বৃষ্টির সাদাফুল
ক্যামেরা, তাকিয়ে দেখো তাই -
বিশুদ্ধ আত্মার ছবি, আমরা, তোমার লেখা শ্রেষ্ঠ নাটকের
চরিত্র দু'জন, রূপোর তাবিজ বাঁধা পায়রাদম্পত ি।

ফেসবুক মন্তব্য