দেশ

শিবসাগর দেবনাথ

à¦•à¦°à§à¦•à¦Ÿà¦•à§à¦°à¦¾à ¨à§à¦¤à¦¿à¦° তীরে জেগে উঠে,
স্নান সারো রোদের বাগানে
এইযে গায়ের ওম, চুলের আড়াল যেন
সম্ভাব্য মৌসুমী মেঘ, বাদলার দিনে
                                     রোয়া পুঁতে ফিরো

কাঁধের ঢাল বেয়ে নেমে গেছে নদী,
রক্তের সহোদরা, বুদ্ধ হেঁটে গেছে তার পাশে
উপরে তাকাও, যতদূর চোখ যায়― পাখির আকাশ,
আলোর নির্মোহ, ঢুকে যায় পর্ণে-প্রাঠ¸à¦¾à¦¦à§‡

তোমার গোড়ালি জুড়ে ঝিল
বীজাকার দারকিনা মাছ দলে দলে ছুঁয়ে যায়,
তুমি ফু: দিয়ে ঢেউ তোলো,
মসৃন ভেসে যায় মাঝিদের ফেরি,
                                         মনসার দুধ-কলা

ধূপের গন্ধে সন্ধে নেমে এলে দুয়ার চায়
মাঝি বউ, তুমি কি নরম নও তেমন চোখের কাছে?

উনান জ্বলে ওঠে...

এইযে, চালের পরশে
মোক্ষ পায় হাড়ির আধান, সেই ধানে
উঠে সিন্ধু নদের জল, মহেঞ্জোদাঠ°à§‹à¦° মতো।
তুমিই সেই কিষাণী

তোমার নাম কি দেশ?

ফেসবুক মন্তব্য