প্রবাস মানে

দীপঙ্কর দাশগুপ্ত



প্রবাস মানে গুমরে থাকা মেঘের বিকেল,
প্রবাস মানে প্রবল শীতে নিজের ত্রূটি
লুকিয়ে রেখে ওভারকোটে যুবক সাজা,
অন্তরালে থাকনা বজায় সব ভ্রূকুটি।

প্রবাস মানে বরফ মোড়া সিডার গাছের
সঙ্গে থাকা, পাহাড় ধোয়া তুহিন জলের
সংজ্ঞা বুঝে বাৰ্তালাপৠর কূটকচালির
নিপুন প্রয়োগ আর মেহেনত সব দখলে।

প্রবাস মানে মনখারাপের অন্ধ গলির
অধ্যয়নে পারদর্শী স্মৃতির আধার,
প্রবাস মানেই ঋণ খেলাপের অসহ্য দ্বীপ,
প্রতিজ্ঞা আর প্রতিশ্রুত ি সব ভোলাবার।

ফেসবুক মন্তব্য