পথ

সন্দীপ ভট্টাচার্য



প্রশ্ন তো ফুল ফোটা বা না ফোটার না
প্রশ্ন থাকা বা না থাকার
তোমার ভালো না লাগতেই পারে খালবিল
তাতে কালো পিচের কিছু আসে যায়না
সে জমা জলেই লেখে আরব্যরজনী

শেয়ালের মুখ থেকে কেড়ে নিয়ে আশ্চর্য প্রদীপ
ঘষতে তোমাকেই হবে
জিন এসে দিক না দিক জোয়ার ভাটার টাইম টেবিল

এই ট্রাম বাস বা বুলেট ট্রেন
এরা সব আদতে ছুতো পাস কাটানোর
ঘুমন্ত স্বপ্নের একমাত্র সত্য জেনো
ছাল ওঠা ফাটা পা

তবুও রাতজাগা মাদুরে মিশে গেলে শিশিরে আহ্লাদ
তুমি ফোঁটা ফোঁটা শুষে নিও স্তন ধোয়া পবিত্র জল
তবে ফুরাবেনা সেখানেই বাদুড়ের গল্প
পেটের মোচড়ে মোচড়ে ফুটে উঠবে ফলন্ত ধানের লিপি
তুমি লিখে নিও কোনো একান্ত কাহিনী
সাঁওতাল সুন্দরী র শরীরি গন্ধের মতো

এরপর অশ্বমেধে র ঘোড়া চরে ছুটে এলে বিশ্বায়ন
তুমি বরং পথ ছেড়ে দিও
আর সরল চোখ রেখো সস্তা বিজ্ঞাপনে
খুঁজে পাবে ফাটা পা সারাবার অব্যর্থ ক্রিম
তারপর?
আবার পথ চলা
পথ চেনার জন্য।

ফেসবুক মন্তব্য