শান্ত-দুঃসাহসিক-
বৈপ্লবিক-প্রেমিক-
বিষণ্ণ-আত্মবিহ্বল
-উদাসীন-আঁতেল
-কনসেপচুয়াল -আধিভৌতিক
কবিতা লেখাতে যোগাযোগ
করুন। ইম্প্রেস করুন
আপনার সুপ্রিয় ও অপ্রিয়
জনেদের। স্যাম্পেল
নীচে
(বর্ষণমুখর)
যে লং
স্কার্টের রঙ
অ্যাণ্টিকোয়েরাইন
বাড়ির চাতালের মত!
দৃশ্যে শ্যাওলার
প্রাদুর্ভাব
দুপুরের এঁটোকাটা
পঞ্চভূতে বিলীন হবার পর
সন্তর্পণে বসি। আস্তিক
কিছু চোখে পড়ে না,
নির্বিকার সময় ছাড়া। আর
কিছু যান্ত্রিক শব্দ।
যাদের তথাকথিত কোনও
ভাষা না থাকলেও, যথেষ্ট
বাংলা মিশে আছে, এটা
জানা কথা।
কী বা কেমন এর চাইতেও
অনেক জরুরি হয়ে ওঠে
গভীরতা। একটা
প্রত্নদুপুর উল্টে
গেছে বেখেয়ালে। ডেঁয়ো
পিপড়েদের শরীর তাকে
বইতে পারছে না,বলে,
শিকারের ভেতরেই থম
মেরে। লংস্কার্টের
পুরাতাত্ত্বিক
মাদকতায় অবশ হয়ে পড়ে
ঘ্রাণশক্তি।
সিরিয়ালকিলার। এখান
দিয়ে বয়ে যেতে যেতে
ভুলে যায় গন্তব্য। একটা
বিড়ি ধরিয়ে আমেজটাকে সে
আরো ভৌতিক করে তোলে।
যেন স্বপ্নের ভেতর ফেলে
আসা সরণির কম্পন। যেন
দিনেদুপুরে মাতৃভাষার
নিশিডাক টেনে নিয়ে
চলেছে একটা
ওলকপিক্ষেতের মধ্য
দিয়ে। দুপুর আর
নির্জনতার ফাঁক দিয়ে
ভেসে আসছে সোঁদা
নলকূপের
রেসিপ্রোকেটিং
ফেসবুক মন্তব্য