আত্মহত্যা থেকে ফিরে
তোমার ভীরু প্রণয়ের
পাশে রেখে আসবো ইরানি
গোলাপের চারা।
তোমার সুখী গেরস্থালির
আঁচলে বেঁধে দেব
না দেওয়া সব মেঘলা রঙের
চিঠি।
মায়ের জন্য নিয়ে আসবো
বিচ্ছেদের ওপার থেকে
বাবার উদাত্ত ডাক -
"নিরু, কোথায় গেলে? আজ
সন্ধ্যায় জমিয়ে খিচুড়ি
খাব।"
মায়ের দু 'চোখে তখন
সন্ধ্যামালতীর মতো
ফুটে উঠবে যুবতীর
তেলরঙা ছবি।
বোনের জন্য নিয়ে আসবো
প্রতারক প্রেমিকের
গভীর সন্তাপ আর মৃত
নক্ষত্রের আলো।
আত্মহত্যা থেকে ফিরে
আমি জন্মান্ধ মেয়েকে
বলবো জীবনের আর এক নাম
'বৈভব', ঠিক তখনই হিরণ্য
জ্যোৎস্না লুটিয়ে পড়বে
তার নরম পায়ে।
অলংকরণঃ অর্ঘ্য দত্ত
ফেসবুক মন্তব্য