ছায়াহীন চোখের দৃষ্টি
প্রলেপে ঢাকা অধর
ঝুলে থাকা স্তনে
লাফালাফি শেষ
এখন সূঁচ ফুটিয়ে
অনুভূতিগুলিকে জাগাতে
হয়
রাতগুলি পার হয় ঘুমের
ওষুধে
যেখানে ভোর নেই
সূর্যওঠা সকাল নেই
দিগন্তজুড়ে শুধু ফাঁকা
মাঠ
ইঁদুরের গর্তে ঢুকে
পড়ার দৃশ্য--
থরে থরে সাজানো সোনালী
শীষ ।
অলংকরণঃ অর্ঘ্য দত্ত
ফেসবুক মন্তব্য