বসতবাড়ি ছেড়েছি সে
কবেই
রোজনামচায় আঁকা দু
তিনটে রোঁয়াওঠা
বেড়ালছানা
ছেঁড়া ন্যাতাকানি
কবিতা লিখেছি যত
আহাম্মকী পয়ার
আমি কোনও শীতে পাওয়া
মেয়ে
পোকাধরা ডায়রীর ভাঁজে
পাথুরে জংলি স্রোত
বুনোবুনো ছাপ,নদীশব্দ
হারিয়েছে প্রায়--
তুমি চিঠি দিলে
আমি উৎসমুখে হাঁটি
কমলা ফতুয়া পরে সময় আড়
হয়ে বসে
অলংকরণঃ অর্ঘ্য দত্ত
ফেসবুক মন্তব্য