বলা যায় প্রায় ঢিল
ছোঁড়া দূরত্বে আমরা
পরস্পর থাকি। তবুও
আমাদের কোন কথা হয়না।
এমন কি তোমাদের রাস্তার
পাশ দিয়ে কতদিন আর
যাওয়াই হয় নি। তবুও
তোমার স্পর্শ টের পাই
স্নানঘরে উলঙ্গ হয়ে
দাঁড়াই যখন। তোমার নখের
দাগে এখনও স্পষ্ট
প্রেম। চোখে পড়ে
তোমাদের নারকেল গাছ
থেকে বসন্তবৌরি এসে বসে
আমাদের বকুলগাছে।
রাত্রি নামে নিয়ম মেনে।
চিলেকোঠায় দাঁড়ালে
দেখি তোমাদের বিড়াল
মিতুল কার্নিশ বেয়ে
নেমে যায় অন্ধকারে।
স্টিল উইন্ডো তোমার
ছায়া পড়তেই দেখি পশ্চিম
আকাশ থেকে তারা খসে
পড়ে। আবার যদি কখনও
দেখা হয় মুখোমুখি
রাস্তায়।
আমরা কি পরস্পর পুনরায়
ঘুরিয়ে নেবো মুখ
অন্যমনস্কতার।
তোমাদের মিতুল আবার
কার্নিশ বেয়ে উঠে যায়
ঘরে।
অলংকরণঃ অর্ঘ্য দত্ত
ফেসবুক মন্তব্য