বিছানা নেওয়ার কালে
বৃষ্টি এল
ছেলেটি বলল যাচ্ছি
যাচ্ছি
মেয়েটি বলল যাচ্ছি
যাচ্ছি
দূর থেকে কাছে আসছে মেল
ট্রেনের শব্দ
ঝাঁপ নামানো চায়ের
গুমটি
ছেলেটি শেষবারের মতো
চুমু নিলো
মেয়েটি শেষবারের মতো
বিলি কেটে দিল চুলে
মেল ট্রেনটি চারপোয়া
দোষ ফেলে রেখে
ফিরে গেল ভাই বন্ধু
ভগিনীদের কাছে।
অলংকরণঃ অর্ঘ্য দত্ত
ফেসবুক মন্তব্য