মেঘ এসে জমে আছে
জমে আছে অনন্ত নীলের
নিচে
স্তব্ধ শামিয়ানার কী
এক অলৌকিক মায়া
বারবার দিক ভুল করি
আলো আর অন্ধকার,
সামান্য শব্দ
ছাড়া আর কিছু নয়
বাকি সব মৌনব্রতের আলাপ
দূরে ঝুঁকে আসে
বাঁশপাতা
দূরে জেগে ওঠে শালুকের
বন
খোঁজ, শুধু খোঁজ লেগে
থাকে
ভেতরে ও বাইরে মেঘ খসে
গেলে
ভারী হয়ে আসে
পালের আঁচল
অলংকরণঃ অর্ঘ্য দত্ত
ফেসবুক মন্তব্য