অসমাপ্ত কাব্য

চন্দ্রাণী গোস্বামী




এই যে প্রজাপতি দেখলেই কেঁদে ভাসিয়ে টাসিয়ে
মনে করো খাজুরাহ স্থাপত্যেঠটুকরো টাকরা

সেই যুবকের পাঁজরের ক্ষত'র থেকেও লাল হয়
আশ্চর্য à¦¬à¦¿à¦•à§‡à¦²à¦—à§à¦²à§‹à ¥¤ অসহ্য আলো

কিন্তু পৃথিবী অতীতেও শিখিয়েছিল, আগামীতেও
ভালোবাসা'র শুধুই পান্ডুলিপি হয়। থেকে যায়
প্রতিমা, চালচিত্র, সিঁদুর, পোড়ামাটি আর
প্রতিশ্রুত ি।

আমাদের অসমাপ্ত কাব্যের ভেতর আজও প্রজাপতি পাঁজরের হাড় ফুটো করে ঢুকে পড়ে।

অলংকরণঃ অর্ঘ্য দত্ত

ফেসবুক মন্তব্য