এইরূপে অসাড়তা প্রাপ্ত
হলে অন্ধকার গাঢ়তর হয়
চরাচরে লেগে থাকে
অন্তহীন প্রচন্ড
শূন্যতা
এইরূপে অসাড়তা প্রাপ্ত
হলে গভীর গ্রীষ্মের দিন
জাগে
মনে হয় গভীর শীতের দিন
কোনদিকে পৃথক হত না
বরফের ছাল ঝরে পড়েছে
চতুর্দিকে - মানুষ
চতুষ্পদ হাঁটে
নিচু হয়ে নড়ে চড়ে
হামাগুড়ি হাঁটে আর
ক্ষুধার্তের মত
এলোমেলো শস্য ঘেঁটে
খুঁজে নেয় খাদ্য যত
কিছু
এইরূপে অসাড়তা প্রাপ্ত
হলে গ্রীষ্মের দুপুরে
হোগলাপাতায় ছাওয়া ছোট
ঘর ইগুলু মনে হয়
প্রতিদিন সকালেই
ইতস্তত খাদ্য অন্বেষণ
ক্রমশ রোদ্দুর বাড়লে
লুকিয়ে ও এড়িয়ে পালানো
ক্রমশ ঘরের মধ্যে ঢুকে
যাওয়া ইঁদুরের মত
থাকা এক পারম্পর্যে
প্রতিদিন অন্ধকারে
সেঁধিয়ে কাতর
এইরূপ অসাড়তা প্রাপ্ত
হলে অসাড়তা জানে
এখন তাকেও আর চিনে নিতে
পার না সজ্ঞানে
এখন অসাড়ভাবে অসাড়তা
পালন করেছি
এখন শীত ও গ্রীষ্ম
একইভাবে গা সওয়া
হয়েছে।
অলংকরণঃ অরিন্দম
গঙ্গোপাধ্যায়
ফেসবুক মন্তব্য