সমুদ্রসৈকতে উদোম হয়ে
রোদ পোহাচ্ছে চিতলমাছ,
এই বালিয়াড়ি আর তার
কণায় লেগে থাকা শীতকাল
যে ভিটামিনের খোঁজে
পাড়ি দিয়ে এসে তাঁবু
গড়ে
ফিরে দেখা ত্বকের
উজ্জ্বল মহিমা
পড়শীমাছের গা জ্বালা---,
একপ্রকার ঠিক করে পরে
নতুন করে ভিন্ন হয়
জলের স্তর পাল্টে
যায়,গরম থেকে শীতলে
প্রতিবেশী এখানে
সোনালি চোখের তারায়
দেখে
গতজন্ম বাসের কথা মনে
করিয়ে হাসে দাঁত বের
করে,
বালিমাখা চামড়া ধুয়ে
নিতে হবে মিঠে জলে
রোদ পড়ে এলে সংস্কারি
পুকুরে ফিরে আসার
তোড়জোড় শুরু হয়...
অলংকরণঃ অরিন্দম
গঙ্গোপাধ্যায়
ফেসবুক মন্তব্য