প্রস্তরযুগ

অর্ঘ্য রায় চৌধুরী



কথা বলতে চেয়ে দাঁড়িয়েছি যেখানে
সেখানে দরজা এক পাথরের মতো
তার গায়ে লতার মতন দূরত্ব ছবি
এঁকে গেছে

সে এক সুদূর পথ, সেখানে জুড়িয়ে
নিতে আসি

রোদ থেকে ফিরে, অথবা যখন
দেখি বালুঝড়ে ঢেকেছে শরীর
তুষারপাতের রাতে যেভাবে আগুন
চেয়ে জেগে ওঠে চোখ, সেইভাবে আসি

যেভাবে খরার মাঠ শ্রাবণের অপেক্ষা নিয়ে থাকে

যেভাবে জলের কাছে হেঁটে আসে আহত প্রাণী

যেভাবে যুদ্ধ শেষ হলে জেগে ওঠে বাড়ি

সেইভাবে আসি

সে দরজা না খুলে গেলে
আমিও পাথর হবো।


অলংকরণঃ অরিন্দম গঙ্গোপাধ্যায়

ফেসবুক মন্তব্য