নদী রেখে যাবে ঠিকই,
এক ছান্দোগ্য-বিকেল...
নৌকোটির বুকে বয়ে যায়
উজান-বিষাদ,
ভোরের খিদেয় বেঁচে আছে
পাখিজাগা-রাত!
পেঁচাদের ঠোঁট
মন্ত্রপূত হলে
রেখে যাব সহজ শাম্ভবী
কবিতার মতো করে কাঁদবে
তো কবি?
সূর্যতে সময় বয়ে যায়,
ছায়া তো নিমিত্তমাত্র...
ঘড়ির কাঁটারা জানে,
গাছেরাও জানে, কুকুর
জানে কি?
অশ্রুর মতো নিঝুম ভোর,
দেখো, নদী রেখে যাবে
ঠিকই!
অলংকরণঃ অরিন্দম
গঙ্গোপাধ্যায়
ফেসবুক মন্তব্য