এমন একটা সকাল আসবে
হেরে যাওয়া মানুষের
অাংরাখা খুলে
সোজা হেঁটে যাওয়া যাবে
সূর্যোদয়ের দিকে
ঢালু আঘাটায় চিরায়ত
পরিত্যাগের মত
ঝুলে থাকবে সরলরেখা
দিন
অক্ষরে অক্ষরে জব্দ করা
দিনগুজরানকে ধার দেওয়া
যাবে স্বল্পমেয়াদী
সোহাগ
বৃন্তের গোলাপে হলুদ
কালোর বাঘছোপ আদর
বিজ্ঞাপন বিরতির পর
বিরহী চাঁদের মত নেতিয়ে
থাকবে ঠোঁটে
বুকের মধ্যে আজান হবে
চোখের মধ্যে উজান
দাফনের কাপড়ের মত
নির্মোহ হবে ক্ষত
বিস্তীর্ণ হবে আলোর
উঠোন
নিরাসক্ত হবে ভুলের
আবাদ
এমন একটা সকাল আসবে...
অলংকরণঃ অরিন্দম
গঙ্গোপাধ্যায়
ফেসবুক মন্তব্য