যখনই ঘরের দিকে ঝুঁকেছে
সম্পর্ক, ঘরটাই সরে সরে
গেছে। পুরনো ক্যানভাসে
ফিরে আসছে একাকী
চালচিত্র। লন্ঠনের
কালিমাখা কাচের
দেওয়ালে গড়িয়েছে রাত।
প্রতিমার নির্লিপ্ত
নিরঞ্জন ঘটে যাচ্ছে
হাঁটুজলে।
অথচ দেখো, মাটির প্রলেপ,
রঙ, অলঙ্কার এইসব তো
নেতিবাচক নয়!
অন্ধকারে শরীরের ঢেউ
মেপে, জলতল হাতড়ে হাতড়ে
বরাবর সূর্যোদয়ের
ওপিঠে থেকে যাচ্ছি...
পার্শ্বচরিত্র হয়ে কী
লাভ বলো!
ও জোনাকি, তোমার বসতি কত
দূরে...
খড়ের কাঠামোয় একবার বসো
যদি, কাঁপা কাঁপা সুর
লেগে যাবে... লন্ঠনের
কালি, চালচিত্রে হলুদ
ইশারা ছুঁয়ে দেবে
মৃদুস্বরে...
অলংকরণঃ অরিন্দম
গঙ্গোপাধ্যায়
ফেসবুক মন্তব্য