আজ তারায় তারায়

ঋকপর্ণা ভট্টাচার্য



মিরাকিউলস বটিকারা যখন আর কাজ করে না
নেইচাঁদ রাতে
কোয়ারেন্টাইন খাট থেকে ছোঁয়াচ সামলে
আমি অতি কষ্টে পা টিপে টিপে কার্নিশে দাঁড়াই।
ক্যাসিওপিয়া বলে তুমি ঠিকঠাক আছো
কালপুরুষ বলে, বীরত্বে আছো তোমার সেসব অস্ত্র
ও অসহায় সন্ততি নিয়ে
বীরভোগী, বসুন্ধরা--আশে কিম্বা পাশেই।
লুব্ধকে ঝলমল করে ওঠে তোমার কবিতার পাতা
সন্ধ্যাতারা বলে যায় সেই এক বৃষ্টিভেজা গানের অন্তরা
যা তোমার ছাড়া আর কারুর গলা বা ছলছল চোখ
ছাড়া মানায় নি কখনও।


মাথা ঘুরে পড়ে যেতে যেতে শেষবার তাকিয়ে নিই
সপ্তঋষির দিকে
মন্ত্রদ্রষ্টা বশিষ্ঠের পাশে অরুন্ধতী
আয়নাটি দেখি


হলুদ ফুলেল শাড়িতে ওইখানে আত্মপ্রতিকৃতি

আহ--- কি ঘুম কি ঘুম!

আর কতো ঘুম লাগে ওখানে পৌঁছোতে?


অলংকরণঃ অরিন্দম গঙ্গোপাধ্যায়

ফেসবুক মন্তব্য