আকাশে তিনটে তারা চেয়ে
আছে শুধু
জড়োসড়ো তোমার পাড়া
শীতের চাদরে
এমন সন্ধ্যায় উঠোনে
তুলসী মঞ্চে
লঘুপায়ে নেমে প্রদীপ
জ্বেলেছো তুমি,
স্বল্প আলোয় তোমার মুখ
একবার ফুটে উঠে
নিভে গেছে শীতের আঁধারে
অন্ধকারে গা ঢেকে আমি
যেন ছিলাম তখন
পায়েপায়ে গেছি কি
অন্দরে
তোমার রান্না ঘরে
জ্বলন্ত আঁচে উন্মন
কল্পপ্রিয়া তুমিও কি
চেয়েছো আমায়?
তিনটে তারা আকাশের
গায়ে–
তিনজন তারা জেনেছে কি
সব!
তিনটে শীতের তারা
নির্বাক চেয়ে আছে।।
অলংকরণঃ অরিন্দম
গঙ্গোপাধ্যায়
ফেসবুক মন্তব্য