সোনালি রোদের বন্যা,
ভেসে যাচ্ছে
বৃষ্টিনগর।
দু একটা অর্বাচীন মেঘ
বয়ে যাচ্ছে উদ্দেশ্য
বিহীন।
ঈথারের তার বেয়ে বয়ে
চলে বসন্তবাহার, চেরি
ফুল ফুটবে এবার।
সাহচর্য চাইনা তবু
এখানে তোমার।
রবিবার, জনশূন্য পথ
জুড়ে উড়ে চলে ব্যাধির
সন্ত্রাস।
তোমাদের গ্রামে কোনো
চেরি ফুল নেই,
ফুটি ফাটা রোদ্দুরে
কলমি লতায়
চাকচিক্য নেই কোনো,
ঢোঁড়াসাপ অবলীলাক্রমে
তার পাশে সাঁতরায়।
রাতের গভীরে শেয়ালের
যৌথ শাসানি।
তবুও আমাকে
ওখানেই ডেকে নিও যদি
পাও কোনো অবকাশ।
অলংকরণঃ অরিন্দম
গঙ্গোপাধ্যায়
ফেসবুক মন্তব্য