যে আনন্দে তুমি লীন,
মোহমেঘ আবরণ তারই
মর্ত্য স্বরূপের
চিন্ময় রূপক।
মুগ্ধ মূঢ় মিনতির
মন্ত্রোপম মৌন
মগ্নতায়
মনোনীত মনোভারে মোহন
মিথ্যার মাদকতা
সেই যে লেগেছে দুই
চোখে,
আত্মার সহজ নিরাময়ে
তুমি তাকে তঞ্চকতা বলে
দূরে ঠেলে দিতে পার?
এত যে বাতাস বয়,
ঝড় ওঠে,
খড়কুটো উড়ে যায় তরুণ
ঘূর্ণিতে পাক খেতে
খেতে,
তুমি তার অন্তরের
অচঞ্চল মূর্তি
দেখিয়েছ!
আমি কি কিছুই তবে
দেখিনি উদ্ধত জনাদেশে?
শিকড়ের গোপন বাসনা
কিছুই জানে না তবে
শাখাপ্রশাখার
ব্যাকুলতা?
অতঃপর বৃষ্টি এলে ভিজে
যায় দুই চোখ, তবু
মোহমেঘ আবরণ ঢেকে রাখে
তোমার নিভৃত মহাসন।
অলংকরণঃ অরিন্দম
গঙ্গোপাধ্যায়
ফেসবুক মন্তব্য