যতটা পোড়াও নিজে,
ধোঁয়া জানে তার সীমা
কত...
জীবন বাটির মত ভিখারীর
হাতে জ্বলে ওঠে যদি
শুকনো দানের নামে কেউ
কেউ মায়া লিখে যায়!
সারা দিন ঘোরা ফেরা
আগুন ধোঁয়ায় পিঠ
পেতে
শুধুই প্রাচীন ছাই পড়ে
থাকে আগামীর রূপে
যারা আজ মন খুলে
প্রণামের পায়ে পায়ে
বাঁচে!
অলংকরণঃ অরিন্দম
গঙ্গোপাধ্যায়
ফেসবুক মন্তব্য