একটি মাতাল ফড়িং পাঁচশো
বছর আগে
সোঁদাল ফুলের নীচে নেচে
উঠেছিল
পাঁচশো জন্ম মরে হাজার
জন্ম বেঁচে
দাঁড়িয়ে রয়েছে তার
নাচ,
ছবির ফ্রেমের গায়ে
মুখহীন একফোঁটা তিলও!
পাতার জানালা দিয়ে
লুকিয়ে দেখেছি তার মুখ
মেয়েটি কি জেনেছিল
ফড়িঙের মতোই অসুখ
রোদের চিকন ডালে উঁকি
দিয়ে যাবে সেই গাছ?
লাল নীল ফড়িঙের,
সোঁদালের থোকা থোকা বুক
আমাকেও দু'হাজার বছরের
নদীর ভেতরে ছুঁড়ে দিল।
ফেসবুক মন্তব্য