ঘরদোর

অরিন্দম চক্রবর্তী


চাষ করা জমিটি আমার
যে কেড়েছে, আসে যায়
ঘরের ভেতর
স্পর্ধা তার
দু'হাত বাড়ায়

আমার স্বজন যেমন
দু'পায়ে মাড়িয়ে চলে
বিছানা চাদর
তেমনি সে আল গড়ে
ভাঙে বারবার

নিদাঘে ফাটে যে খুলি
পুষ্পবনে ছল চাতুরি
বর্ষা ঘোর
ঘন মাঘ মাস

উড়াল দিয়েছে জমি
চাই আশীর্বাদ...
প্রতিশ্রুত শিলা খন্ড
জলে ডোবে জলে ভাসে

আমি জানি দেহছিন্ন
জমিটি আমার।

অলংকরণঃ অরিন্দম à¦—à¦™à§à¦—à§‹à¦ªà¦¾à¦§à§à ¦¯à¦¾à§Ÿ

ফেসবুক মন্তব্য