রঙ

তুষ্টি ভট্টাচার্য



ক্রমশ গড়িয়ে যাচ্ছে একটা লাল বল
যেদিকে যাচ্ছে, তাকে যদি সত্য বল
তাহলে জানবে যতটুকু হাওয়া ধরে আছে সে
পরিধির বেড় তত বড় ছিল না।

লাল থেকে নীল, হলুদ…
রঙ বদলের সঙ্গে বহুরূপীর যে সম্পর্ক
এখানে, এই মাঝ আকাশে তেমন কোন সাজঘর নেই।
চলতে ফিরতে কিছু আবছায়া দেখা যায়
যাদের একটা তুমি,
বাকিরাও তোমার মতো হতে পারত

ধূসর কোন সত্য রঙের নাম নয়
বলটির রঙও কিছু সত্য নয়
তবু এই রঙের ভেতরে, রঙের পিছনে
আমরা লুকিয়ে পড়েছি দ্যাখ!
আর এই রঙ থেকে হাত ধুয়ে উঠে এসেছে
অন্য কেউ

সেখানে মিথ্যেরও কোন রঙ ছিল না

ফেসবুক মন্তব্য