লড়াই

রাজা চক্রবর্তী

নুয়ে পরা ধানগাছের ওপর চড়াইয়ের
উপদ্রব আর হাওয়ার বিক্রম দেখে
ভাবলে বুঝি আমি হেরে গেছি। মাটি
বোধহয় শেষ আশ্রয়। কবর।
আসলে আকাশ তো আমার মনে
আর দিগন্ত আমার সীমাহীন পরিধি।
তাই আমি বারবার ফিরে আসি, অথবা
হয়তো কখনও ফিরে যাইনি।
অন্ধকার দেখতে দেখতে তোমরা ভুলেছো
আলোর রঙ। তাই হেরে যাওয়ার
গল্প শুনে মন শক্ত করো। আনন্দ পাও।
আর প্রতিদিন একটু একটু করে
শেষ হয়ে যাও। একটা হারিয়ে যাওয়া
দিনের মতো।

ফেসবুক মন্তব্য