আপাতত নিরুদ্দেশে আছি

জ্যোতির্ময় মল্লিক

আপাতত নিরুদ্দেশৠআছি।
দেখতে পাচ্ছো, শুনতে পাচ্ছো, ঠিকই!
কিন্তু আমি নিরুদ্দেশৠআছি।

তোমার সামনে অফিস যাচ্ছি তরতরিয়ে
সারাদিনে দশবার ফোন, তাও করছি,
সন্ধ্যে বেলা একসাথে চা, এক টেবিলে উষ্ণ ডিনার।
রাত্রি হলে ঘুমের দেশেও এক চাদরে,
ছুটির দিনে গড়ফা রোডে ফুচকাওয়ালঠ¾,
সন্ধ্যেবেঠ²à¦¾ শহীদ মিনার, সবই আছে।
সবই আছে, যেমন ছিল, কিন্তু ছুঁতে পেরেছ কি?

চেষ্টা করো হাত বাড়িয়ে, চেষ্টা করো জড়িয়ে আঙ্গুল
পাচ্ছো ছুঁতে? পাচ্ছো না তো?
বলেইছিলাম, আমি এখন হওয়ার মতো।
আসলে সব প্রতিবেশী থাকা টুকুই লক্ষ করে,
নেই থাকাটা বুঝতে গিয়ে জীবন কাটে,
জীবন মানেই বিটকেলে এক কানামাছি!

আপাতত নিরুদ্দেশৠ। আপাতত আছি আমি নির্বাসনেà¥

ফেসবুক মন্তব্য