সাদা সকালের প্রান্তে দাঁড়িয়ে

চয়ন ভৌমিক

তোমার সাথে দেখা হলে,
স্বপ্নের মতো কেটে যায় দিন।
স্মৃতিতে লেগে থাকে
হলুদ সুতোর আঁশ, সোনালী বোতাম,
ঘামতেলে উজ্ব্বল দেবী দর্শন।
আমি সারাদিন তাকিয়ে থাকি
আয়ু রেখার দিকে, মেঘমালা রঙে।
বৃষ্টি পড়ে এরপর, পালক ভেজে,
স্রোতের গল্পে নদী জাগলো কি না, জানতে চাইলে
তুমিও কেমন ওই উদাসী চোখে হাসো,

যেন এক না পড়া কবিতা, হঠাৎ
ঘুরে বেড়াচ্ছে আমার অন্যমনস্ক উঠোনের
সারা বেলা জুড়ে।

ফেসবুক মন্তব্য