কী আর চাওয়ার আছে তেমন!

অর্ণব চট্টোপাধ্যায়

পঙক্তি থেকে আলো সরে যায়

ঘন চাঁদ...আতরশো ¦­à¦¿à¦¤ চাঁদ...
পয়ারে বাজছে

নিরিবিলি স্থান...
পাশেই পুকুর,বাঁশঠ¬à¦¨,
মৃদু ছায়া হয়...

গ্রামীণ যুবতীরা ইতিউতি চায়...হাঁটে...ঠল খায়...

প্রসূতি পক্ষিণীর গান,
হাওয়ার ভেতর এক নিরাময় যেন!

কী আর চাওয়ার আছে তেমন!

মাঝেমাঝে, দুএকটা পুরনো রাস্তা
ভেসে উঠে,
আবার ডুবে যায়।

দেখি,à¦¦à§ƒà¦¶à§à¦¯à ‡à¦° গা ঘেঁষে অন্য এক স্থিতি

গলার কাছে আটকে থাকে
গুটিকয় অতীতের ছায়া,
আলগা প্রতিশ্রুত ি, দোলাচল...

কী আর চাওয়ার আছে তেমন!

বুকের গভীরজুড়ে চাঁদ...
আতরশোভিত চাঁদ...
পয়ারে বাজছে।

নিরিবিলি স্থান...à¦•à¦¤à¦¿à¦ªà §Ÿ জেগে থাকা পাখি

গ্রামীণ যুবতীরা ইতিউতি চায়...হাঁটে...ঠল খায়...

ফেসবুক মন্তব্য