আমি নীল অর্কিডের
অভিমান দেখেছি
দেখেছি কীভাবে
বৃষ্টি-বিস্ময় লিখেছে
আঁখিপল্লব
আমি সংক্রমণের আশায়
সমস্ত স্ক্রিন জুড়ে ধরে
রাখতে চেয়েছি
মুহূর্ত। তোমার
ডাকনাম
পরিপাটি শাড়ি সন্ধের
শ্লোক দু-চোখে নরম
বেশুমার...
মেকাপহীন শহরে ছকভাঙা
প্রতিশ্রুতি
ভালোবাসার উল বুনেছে
এভাবেই রং ছড়িয়েছে,
ব্যারিকেট ভেঙেছে
ঊনত্রিশের বিপ্লব
আমি চাইতে পারিনি তোমার
ঘুম থেকে একটু বিরতি
আমি বলতে পারিনি এসো
একটা সেলফি হয়ে যাক
লাজুক ঘুড়ি এখনও আটকে
বেসামাল হ্যান্ডেল
খুচরো অপেক্ষায়
স্পর্শ কীকরে ননভেজ হতে
পারে
রাস্তা গেয়ে ওঠে সুহানা
সফর
আমি দেখি একটা রাত
হেরিটেজ হয়ে যাচ্ছে
রাতের বোতামে অবাধ্য
আঙুল
অন্তত একটা ব্ল্যাক
কফি
কিছুক্ষনের জন্য
জোড়-বিজোড় খেলা
খেলাঘর, সেও ভেঙে যায়
বিছানায় লালপাড় শাড়ি,
অরণ্য কিংসাইজ
এভাবেই দিনরাত, হেসে
ওঠে ঊনত্রিশের
সারভাইভাল অফ দি
ফিটেস্ট
সম্পর্ক আসলে ব্যর্থ
উড়ান-
ভেঙে যাওয়ার পর মুখে
লেগে থাকে নুন ও মরিচ
ফেসবুক মন্তব্য