শ্মশানবন্ধু

প্রণব বসুরায়



দান ছেড়ে বসে থাকি শ্মশানবন্ধ ুর মতো
একসঙ্গে ফেরাই নিয়ম-- তারপর নিমকাঠ...

আমাদের বাড়ি্তে আর চড়ুই আসেনা, সব ঘরে জালিকা লাগানো
আমরাও কাদামাখা মাঠ ছেড়ে এ্যাসফল্ট-ঠাস্তায় ঘুরি
সওদা করার পর মলের সিনেমায় খুনসুটি দেখি, বাহু ধরি
বিমূর্ত চিন্তায় সকলেই নারী হতে পারি--কত অনায়াসে!
তবুও রঙের জেল্লা দেখে চোখ জ্বালা করে
মনে এসে জড়ো হয় একরাশ বাউল বাতাস...

সরে যাই, চলে যাই একপাশ শ্মশানের দিকে
মনে মনে সঙ্গী হই প্রতিটি মৃতের

ফেসবুক মন্তব্য