বিষণ্ণ সময়ের ছায়াসমূহ

দেবরাজ চক্রবর্তী



১
আগুন নিভে গেলে
ছাই পড়ে থাকে
ভিতরে জ্বলছে কাঙাল
চিটচিটে রক্তের স্বাদ-পোকা খুঁটে খায়
নরকের পশু,
আমার মতন কোনো শয়তান।

২
ঘুম ভেঙে পড়া বসে থাকে
মুখে তার দানা দানা ঘাম
তাত লেগে গলে যায় স্পষ্ট মুখের মতো
শরীর আঁকড়ে ধরে
কেবল ছায়ারা পালায়।

৩
সবকিছু ভুল বোঝাবুঝি ফেলে
চলে গেছো শেষ বেলা,
এবার সূর্যাস্ত হবে
ধুলো উড়ে ফিরে আসে
সমস্ত লোক, গাড়ি…

যা কিছু বলার ছিল
বলতে পারতে সোজাসুজি।

৪
মরে যাই, এবার মরে যাই, তবে,
যতটুকু ঠেলেছ উন্মাদ
ততোটুকু পড়ে যাই,
দুই-পা এগিয়ে এসে
অন্ধকারের দিকে সরে যাই…

এভাবে সমস্ত ঋণ শোধ হয়ে যাবে।

৫
রাগ-রক্ত উঠে আসে
কেটে গেছে সমস্ত রাত
ফাঁকা ঘরে রাত্রিযাপন
দেওয়ালে ছায়ারা ঘোরাফেরা করে।

৬
উড়ে যায় নরম প্রজাপতি
কতোটা গভীর হলে
হয়ে আসে অন্ধ দুচোখ
à¦…à¦¨à§à¦­à§‚à¦¤à¦¿à¦¹à§€à ¨ দিগন্তের কথা ভেবে
দমটুকু বন্ধ হয়ে আসে।

৭
বুকভরা খুনসুটি থেমে গেছে
মাথা ভার হয়ে এলে
যে যার ঘরের দিকে গেছে
এখনো দেখেনি কেউ
ডুবে গেছে একবুক জলে।

৮
ইতিউতি ভয় উড়ে ফেরে
ধুলো-হাওয়া লেগে থাকে গায়
উৎসব শেষ হলে
পোড়া দাগে রঙ লেগে থাকে
এবার বসন্তদিন
পার নিয়ে খেলছে হাওয়ায়।

৯
শেষ হয় ঘুমপাড়ানি গান
ছন্দ শেষ হলে শরীর জেগেছে
অবশেষে নরম রোদের মতো আলো,
দুপুরবেলা, গান শোনা পথে
চলে গেছে ফিরিওলা দাক
চলে গেছে অন্য পাড়ায়…

ফেসবুক মন্তব্য