সেপিয়া মোড

পিয়ালী বসু

ঠোঁট ডুবিয়েছি
তোমার ঘাড়ে কানের লতিতে ঠোঁটে
আদর করেছি তোমায় মাঘের হিমেল পঞ্চমীতে
মোমবাতি, বিনম্র আলোর অন্ধকারে হারিয়েছি সতীত্ব

অথচ তোমায় বারংবার বলেছি
বয়ে যাবো... ভেসে চলাই যে স্বভাব আমার
তবুও কি প্রাণপনে খুঁজি নি অলিখিত রাজধানী ? নিরাভরণ সবুজ ?

এখন
ঠোঁটের তিন আঙুল দূরে বিষাদ খোলে পাপড়ির মতো
জানলা জুড়ে মেঘ সপ্তক... দৃষ্টি ভ্রম

ফেসবুক মন্তব্য