গ্রামীণ সংবাদ

সুব্রত মণ্ডল



মাঝে মাঝে অভিনন্দন কুড়িয়ে নেওয়া ভালো
এই যে ভাঙা কাচ
উঠোন জুড়ে এত রোদের ব্যাকুলতা
কিংবা মরা নদীটির নাভিতে লেগে থাকা কুয়াশার ঘ্রাণ
এই নিয়ে অনায়াসে একটা চিয়ার্স হতে পারে

টেবিল থেকে ঝুলে পড়ুক বিষন্ন সময়
আজ কেউ আসুক না আসুক প্রিয় ১ নং কবিতা বিড়ি থাকছেই
সঙ্গে দু-চারটে কথা মিশিয়ে বেশকিছু স্বচ্ছ কবিতা
এই শীতেও কফিহাউস ডাকে না যাদের
তাদের জন্য মরা ঘাসে অ্যানালজেঠ¸à¦¿à¦• লুকানো থাকে

এই সন্ধ্যার আকাশ, গ্রামীণ চাঁদ, পরিচিত ধ্রুবতারা
এইসব অন্ধকার বুকে জড়িয়ে বইপাড়াতে
একগুচ্ছ হতাশা নিয়ে ঘুরে বেড়ায় অজস্র গ্রামীন সংবাদ

ফেসবুক মন্তব্য