বসন্ত ও প্রেম

নীপবীথি ভৌমিক



ব্যালকনিতৠঝুঁকে থাকা যে চাঁদ এখন জলস্নানে ভিজে যায়
তীব্র মেঘ সাগরে, তার কাছে আজ মৃত্যু চেওনা।
জোছনা মেয়েরা এসে ফিরে যায় একে একে অদৃশ্য
নোঙর সাজিয়ে...

স্নান আর মৃত্যু যে একে অপরের পরিপূরক
তা জেনেছিলাম আজ, প্রথম বসন্তের কুঁড়ি আসা রঙকে দেখে ।

আসলে বসন্ত মানে হয়ত প্রেম হতে পারে,
কিন্তু প্রেম মানেই বসন্ত নয়।

ফেসবুক মন্তব্য