অতঃপর প্রবীন উদারতায়
রাফ খাতায় টুকে রাখা
প্রাক্তন প্রেমিক,
খুচরো প্রেম,
যুবতীবেলা
আশ্চর্য শুশ্রূষায় মন
ধরে রাখছে সেই সব
ধুলোগাথা
বাতায়ন ও অলিন্দকে
শোনাচ্ছে
অতীত বিনোদনের কড়চা
নিঃসঙ্গ চাতকের মতো
ছুঁয়ে থাকে জন্মান্তর
ছায়াঘন দীর্ঘশ্বাস
মরা বিকেলের উপপাদ্য
আতস কাচের গোপনে
আর্দ্র বাঁশির সুর
পরিত্যক্ত ধুসর মেঘ
ছড়ানো গল্পরা
খানিক বিরতিতে
হে একাকীত্ব ...
ফেসবুক মন্তব্য