ঔদ্ধত্যের কথা শুনতে
শুনতে আমার মাথা উঁচু
হয়ে গেছে।
বিনয়ের কথা কানে এলেও
বুঝতে পারি না, আমার
বাহুদুটো আজানু লম্বিত
কিনা।
দীর্ঘদিন প্রণত না
হওয়ার ফলে
ষাষ্টাঙ্গ প্রণাম আমার
মনে নেই আর।
আমাকে জলচৌকি দাও পিঁড়ি
দাও আর কলাপাতায় দাও
আতপ চালের ভাত।
হে পিতৃপুরুষ
নিবেদিত হবিষ্যান্ন জল
চিনতে পারে
শ্রাদ্ধর আগেই সকল
নিয়ম
ভঙ্গুর হয়ে যায়।
তর্পণের সময় আমি যেন
তোমার
আলতা রাঙা দুপায়ে হাত
ছোঁয়াতে পারি।
ফেসবুক মন্তব্য