তুমি গ্রামের
কথা বলো আর আমি
লোডশেডিং করে দিই ফ্ল্যাটে
মাথা নুয়ে আসে বিছানা ছেড়ে জল
পেরিয়ে দোল দোল
সমুদ্রে ভাসছে দেহ...দুকানে শঙ্খ
দিগন্ত ঢুকে ছায়া ডাকাতি করে নিচ্ছে
মাছ শৈবাল ফসফরাস ...
নৌকা চোরাশিকার ...নুলিয়া
তুলসীগাছের দীর্ঘশ্বাস ফ্যালো তুমি
আর আমি ছাদ খোদাই করতে থাকি
ঝকঝকে শহরের রাস্তায় রাস্তায়
ঘাস পুঁতে দি' ...গুল্ম
চোখ বেঁকিয়ে যায় হে আর্সেনিক দুনিয়া
তোমার গলা শুকিয়ে গেলে কাঁটাতার ছিন্ন করি
আমার তেষ্টা পেলে তোমার
রাগমোচন হতে থাকে
লোডশেডিং করে দিই ফ্ল্যাটে
মাথা নুয়ে আসে বিছানা ছেড়ে জল
পেরিয়ে দোল দোল
সমুদ্রে ভাসছে দেহ...দুকানে শঙ্খ
দিগন্ত ঢুকে ছায়া ডাকাতি করে নিচ্ছে
মাছ শৈবাল ফসফরাস ...
নৌকা চোরাশিকার ...নুলিয়া
তুলসীগাছের দীর্ঘশ্বাস ফ্যালো তুমি
আর আমি ছাদ খোদাই করতে থাকি
ঝকঝকে শহরের রাস্তায় রাস্তায়
ঘাস পুঁতে দি' ...গুল্ম
চোখ বেঁকিয়ে যায় হে আর্সেনিক দুনিয়া
তোমার গলা শুকিয়ে গেলে কাঁটাতার ছিন্ন করি
আমার তেষ্টা পেলে তোমার
রাগমোচন হতে থাকে
ফেসবুক মন্তব্য