নিয়ন্ত্রী

মৌমিতা চন্দ্র


একে বসন্ত, তায় ঝরাপাতা রোমন্থন
রাতটুকুই তো আটকে রেখেছে অন্নজল,
দ্বাদশী চাঁদের দিকে ভয়েই তাকায়নি মেয়ে...
অথচ দেখো - তুমি তারই বুক লক্ষ করে তুলে ধরেছো না-সূচক ধ্বনি,
যেমন তুমি অতল ভালোবাসতে-
আমিও তো হাতের পাতায় তুলে দিয়েছিলাম কবুতরি প্রাণ
প্রশ্ন করো বিষাদযুবক-
ভাবো...
ভেবে দেখো - মুক্ত করেছো আমায়?
দাউদাউ পোড়ার পর যত্নে তুলেছো আমার কস্তুরী-à¦¨à¦¾à ­à§€?
বার বার বলেছো এই হাত আটকেছে সব কিছু,
অথচ নিজেকে ছাড়াতে গিয়ে প্রতিটি ধ্যানমগ্ন সকাল কি ভীষণ প্রাণবন্ত হয়ে উঠেছে
আর তোমার ভ্রুভঙ্গে আটকে আছে চিহ্ন...
আমিই নিয়ন্ত্রী?
বেখেয়ালি প্রাণ...
যন্ত্রণা আমারও হয়।

ফেসবুক মন্তব্য