যেখানেই পা রেখেছে
সরেছে মাটি
নিভু নিভু আলোতে স্বপ্নহীন দৃশ্যপট,
বিছানার উপর থেকে সরে গেছে ছায়া __
ক্রমশ অদৃশ্য আত্মরতির লাবণ্য|
ব্যালকনির টবে ধীরে ধীরে বেড়েছে তুলসী
নিয়মিত জ্বলে প্রদীপ, ছড়ায় ধূপের সৌরভ,
মঙ্গল আর শনিবারে আছে নিরম্বু উপবাস
শুচিবস্ত্রে লক্ষীজনার্দনের আরাধনা, সবই _
ক্রমশ ঝাপসা হয়েছে
মস্তিষ্কের ভেতরে আসা বিপরীত প্রতিবিম্ব,
ধীরে ধীরে অব্যাপ্ত হয়েছে শ্রবণ পরিধি,
রসনার স্বাদকোরক| দূরে গেছে ইচ্ছা নদী|
আকাশ না দেখা রোদভাসা মনটা
দ্বিধাগ্রস্হ সম্পর্ক নিয়ে __
নতুন আলোয় হয়নি উজাড়,
হাঁটুজল কুড়োই নি আরাধ্য জীবন|
নিভু নিভু আলোতে স্বপ্নহীন দৃশ্যপট,
বিছানার উপর থেকে সরে গেছে ছায়া __
ক্রমশ অদৃশ্য আত্মরতির লাবণ্য|
ব্যালকনির টবে ধীরে ধীরে বেড়েছে তুলসী
নিয়মিত জ্বলে প্রদীপ, ছড়ায় ধূপের সৌরভ,
মঙ্গল আর শনিবারে আছে নিরম্বু উপবাস
শুচিবস্ত্রে লক্ষীজনার্দনের আরাধনা, সবই _
ক্রমশ ঝাপসা হয়েছে
মস্তিষ্কের ভেতরে আসা বিপরীত প্রতিবিম্ব,
ধীরে ধীরে অব্যাপ্ত হয়েছে শ্রবণ পরিধি,
রসনার স্বাদকোরক| দূরে গেছে ইচ্ছা নদী|
আকাশ না দেখা রোদভাসা মনটা
দ্বিধাগ্রস্হ সম্পর্ক নিয়ে __
নতুন আলোয় হয়নি উজাড়,
হাঁটুজল কুড়োই নি আরাধ্য জীবন|
ফেসবুক মন্তব্য