যখন চার দেওয়াল মুছে
যেমন করে কান্নাহাসির দিন
তোমার আমার পোড়া পাথর যত
দেখে এলাম হলাম ক্ষণিক নত।
পাহাড় এমন সুর ধরেছে বুকে
তোমার আমার চোখে লাগায় ঘোর
ঘুরে এলাম চাঁদনি রাতের মত।
প্রার্থনা
আমি তোমায় ঘুরি তুমিই ধ্যেয়
অনেক ঘুরে অনেক পুড়ে
অবশেষে হে প্রিয়
দিও, এই অধিকার দিও
ফেসবুক মন্তব্য